সামরিক কুস্তির ফাইনালে চার ইরানি
পোস্ট হয়েছে: নভেম্বর ২৩, ২০২১

ইরানে চলমান ৫ম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি রেসলিং চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে চার ইরানি কুস্তিগির। সোমবার তেহরানে চ্যাম্পিয়নশিপে ফ্রিস্টাইল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে লড়বেন তারা।
ইরানি ফ্রিস্টাইল কুস্তিগির মোহাম্মাদ বাকের ইয়াক্কেশি ৬১ কেজি ওজন-শ্রেণিতে মার্কিন প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। কিন্তু ৭০কেজিতে মোহাম্মাদ মাহদি ইয়েগানে জাফরি অপর মার্কিন প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হয়ে ফাইনালে পৌঁছতে ব্যর্থ হন। এছাড়া ৭৯, ৯২ ও ১২৫ কেজি ওজন-শ্রেণিতে বাহমান তেইমুরি, মোহাম্মাদ হোসেইন মির বাকবান ও ইয়াদোল্লাহ মোহেবি তাদের প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ফাইনালে পৌঁছেছেন। এবারের ৫ম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি রেসলিং চ্যাম্পিয়নশিপে বিশ্বের ২২টি দেশের ৩শ অ্যাথলেট অংশ নিয়েছেন। রাজধানী তেহরানে ২১ থেকে ২৪ নভেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।