‘সাভুশুন’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র বানাচ্ছেন আবিয়ার
পোস্ট হয়েছে: অক্টোবর ১৩, ২০২২
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2022/10/4302109.jpg)
ইরানি লেখক সিমিন দানেশভারের বেস্ট সেলিং উপন্যাস ‘সাভুশুন’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন নির্মাতা নারগেস আবিয়ার।“ট্র্যাক ১৪৩”, “ব্রেথ” এবং “হোয়েন দ্য মুন ওয়াজ ফুল”-এর মতো প্রশংসিত সিনেমার পরিচালক আবিয়ার এর আগে ইরানি ভিওডি প্ল্যাটফর্মে মুক্তির জন্য উপন্যাসটির উপর ভিত্তি করে একটি সিরিজ তৈরি করেছেন। চিত্রনাট্যও লিখেছেন তিনি।উপন্যাসটি ১৯৬৯ সালে প্রকাশিত হয়েছিল এবং এম ঘানুন পারভার এর ইংরেজি অনুবাদ “Savushun: A Novel about Modern Iran” ১৯৯০ সালে ওয়াশিংটন ডি.সিতে প্রকাশিত হয়।‘সাভুশুন’ চলচ্চিত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইরানের মিত্রবাহিনীর দখলের সময় একটি পারস্য পরিবারের জীবন তুলে ধরা হয়েছে। সূত্র: তেহরান টাইমস