রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

সাবমেরিন থেকে সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়লো ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৫, ২০১৯ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর বার্ষিক মহড়ার তৃতীয় দিনে আজ (রোববার) কাদির-ক্লাস সাবমেরিন থেকে সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।ইরানের তাসনিম নিউজ জানিয়েছে, এই প্রথম গভীর সমুদ্রে অবস্থিত সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হলো।

তাসনিম নিউজ আরো জানিয়েছে, এ ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সময় সাবমেরিনের অবস্থা শণাক্ত করা শত্রুর পক্ষে সম্ভব নয়। কাদির ক্লাস সাবমেরিন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র তুলনামূলক স্বল্প পাল্লার বলেও জানিয়েছে বার্তা সংস্থাটি।

নৌ মহড়ার এলাকা প্রদর্শন করছেন ইরানি নৌবাহিনীর একজন কমান্ডার
ইরানের নৌবাহিনী শুক্রবার থেকে ওমান সাগর ও পারস্য-উপসাগরে তিন দিনের এই বিশাল নৌ-মহড়া শুরু করেছে।

‘বেলায়াত-৯৭’ সাংকেতিক নামের এই মহড়া চালানো হচ্ছে হরমুজ প্রণালী থেকে শুরু করে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত মাকরান-উপকূলবর্তী ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তরাঞ্চল জুড়ে মোট বিশ লাখ বর্গকিলোমিটার এলাকায়। পার্সটুডে।