মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

সাফল্যের সঙ্গে শেষ হলো ইরানের ৩ দিনের সামরিক মহড়া

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৪, ২০১৬ 

news-image

ইরানে ‘মুহাম্মাদ রাসূল্লাহ (স)-৪’ নামের তিন দিনব্যাপী মহড়া মঙ্গলবার শেষ হয়েছে। কৌশলগত দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রায় দুই লাখ ২০ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এ মহড়া চালানো হয়।

মহড়ার শেষ দিনে ড্রোন এবং স্যাটেলাইট ফোন জ্যাম করার অনুশীলন চালানো হয়েছে বলে জানিয়েছেন মহড়ার মুখপাত্র জেনারেল সাইয়্যেদ পাইয়ামবারি। ৮০০ মিটার ব্যাসার্ধ জুড়ে কার্যকর ছিল এ জ্যামিং প্রক্রিয়া। এ ছাড়া, সুপার ক্যালিবার ১০৭এমএম রকেট লাঞ্চার, আধা-স্বয়ংক্রিয় দ্রগুনভ স্নাইপার রাইফেলের অনুশীলনও চালানো হয়েছে এ মহড়ায়।

জেনারেল পাইয়ামবারি বলেন, মহড়ার শেষ দিনে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি যুদ্ধ ড্রোন এবং একটি নজরদারি ড্রোন উন্মোচন করা হয়। সামরিক মহড়ায় ইলেক্ট্রনিক যুদ্ধ পরিচালনা ইউনিট, সাঁজোয়া, পদাতিক, মেকানাইজড ইনফ্যান্ট্রি, কমান্ডো এবং গোয়েন্দা ইউনিটগুলো অংশ নিয়েছে বলে জানান তিনি।সূত্র:পার্সটুডে