শুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

সান ফ্রান্সিসকোতে ইরানি শিল্পীর সঙ্গীত

পোস্ট হয়েছে: জুলাই ৮, ২০১৮ 

news-image

ইরানের সঙ্গীত শিল্পী পেজহাম আখাবাস যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ওয়ার্ল্ড পারকিউশন আর্টস ফেস্টিভালে সঙ্গীত পরিবেশন করবেন। আগামী ২১ ও ২২ জুলাই এ উৎসব অনুষ্ঠিত হবে। পেজহাম তনবাক ও দাফ বাজিয়ে সঙ্গীত পরিবেশন করবেন। এ উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাপানের কিংবদন্তি টাইকো ড্রাম বাদক ইয়োশিকাজু ফুজিমাতো ও ইয়োকো ফুজিমাতো। এছাড়া উজবেকিস্তানের আব্বাস কাসিমোভ, সিরিয়ার ফয়সাল জিদানের মত বিখ্যাত সঙ্গীত শিল্পীরা উৎসবে সঙ্গীত পরিবেশন করবেন। -তেহরান টাইমস ।