সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

সান দিয়েগো উৎসবে সেরা ছবি ‘সাইলেন্সড ট্রি’

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১১, ২০২২ 

news-image
ফয়সাল সোয়সাল পরিচালিত এবং আলী নুরি ওসকুয়েই প্রযোজিত ‘সাইলেন্সড ট্রি’ মার্কিন যুক্তরাষ্ট্রের সান দিয়েগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে।
ছবিটি সম্প্রতি হ্যামিলটন নিউইয়র্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়। ইরানি চলচ্চিত্রটি মিউনিখ ফিল্ম অ্যাওয়ার্ডেও সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে।
তুরস্কে চিত্রায়িত ছবিটি একজন সাহিত্য শিক্ষককে নিয়ে তৈরি করা হয়েছে। তিনি অসহায়ভাবে তার অতীতকে ধরে রাখার চেষ্টা করেন। ভেঙে যাওয়া বিয়ে, অসুস্থ বৃদ্ধ মা, একটি ক্ষয়প্রাপ্ত আখরোট গাছ এবং বাবার স্মৃতি নিয়ে ‘সাইলেন্সড ট্রি’র গল্প এগিয়ে গেছে।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশন, টিআরটি তুরস্কের চলচ্চিত্র বিভাগ এবং তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়। সূত্র: মেহর নিউজ।