সান্দা বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন ইরানের দারিয়াই
পোস্ট হয়েছে: এপ্রিল ৯, ২০২৫

দশম সান্দা বিশ্বকাপে (এসডব্লিউসি) মঙ্গলবার স্বর্ণপদক জিতেছেন ইরানের সেদিগে দারিয়াই ভারকাদে।
তেহরান টাইমস জানিয়েছে, সংস্কৃতি ও ক্রীড়া ইনডোর স্টেডিয়ামে নারীদের ৬৫ কেজি বিভাগে লেইটাইতে বারমুডিয়ান ক্রিস্টা স্টিফেনিকে ১২ পয়েন্টের ব্যবধানে হারান দারিয়াই।
পরবর্তী ম্যাচে তিনি অস্ট্রেলিয়ার নিকোল লো-টারবার্টকে পরাজিত করে স্বর্ণপদক জিতেছেন।
১০ম এসডব্লিউসিতে ২৬টি দেশ ও অঞ্চলের টিম অফিসার সহ প্রায় ১৭০ জন অংশ নিয়েছে। সূত্র: মেহর নিউজ