রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

সান্তা বারবারা উৎসবে তিন ইরানি চলচ্চিত্র

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১, ২০২৪ 

news-image
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সান্তা বারবারা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের (এসবিআইএফএফ) ৩৯তম আসরে ইরান থেকে দুটি চলচ্চিত্র এবং একটি অ্যানিমেশন চলচ্চিত্র দেখানো হবে।
ইভেন্টে অংশ নেবে ফরহাদ দেলারাম পরিচালিত “অ্যাকিলিস”, নাহিদ আজিজি সেদিঘের “কোল্ড সিই” এবং হোসেইন মোলায়েমি ও শিরিন সোহানির “ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রেস’’। সোমবার বার্তা সংস্থা ইলনা এই খবর দিয়েছে।
উৎসবের এবারের ৩৯তম পর্বটি ৭ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় অনুষ্ঠিত হবে। সূত্র: তেহরান টাইমস