সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

সানসাইন চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ইরানি প্রামাণ্যচিত্র

পোস্ট হয়েছে: অক্টোবর ৭, ২০২১ 

news-image

২৮তম সাইনসাইন পরিবেশগত চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ইরানি প্রামাণ্যচিত্র ‘হোয়েন দ্যা উডকিপার্স লিভ’। চলচ্চিত্রকার মোহাম্মাদ ইহসানি পরিচালিত চলচ্চিত্রটি উৎসবের প্রতিদ্বন্দ্বিতা বিভাগে দেখানো হবে।

‘হোয়েন দ্যা উডকিপার্স লিভ’ প্রামাণ্যচিত্রে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের গল্প দেখা যাবে। ছবিতে তাকে কাবুদরাহাঙ এলাকায় সৃষ্ট পরিবেশগত সমস্যা তুলে ধরতে দেখা যাবে।

চলচ্চিত্রটি উৎসবের সেরা পুরস্কার ‘গোল্ডেন সান অ্যাওয়ার্ড’ জয়ের জন্য অন্যান্য প্রামাণ্যচিত্রের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। উৎসবের সেরা প্রামাণ্যচিত্র বিজয়ী পাবে ৪ হাজার মার্কিন ডলারের নগদ পুরস্কার।

২৮তম সাইনসাইন পরিবেশগত চলচ্চিত্র উৎসব স্পেন ও মেক্সিকোতে ৩ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১১ নভেম্বর। সূত্র: মেহর নিউজ এজেন্সি।