সানপাওলো চলচ্চিত্র উৎসবে ইরানের দুই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
পোস্ট হয়েছে: জুলাই ২৩, ২০১৮
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2018/07/12_short_film_fm-1.jpeg)
‘লাইক এ গুড কিড’ ও ‘লা ভ্যালি হেউরিউস’ নামে দুটি ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ২৯তম ব্রাজিলের সানপাওলো চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে। ‘লাইক এ গুড কিড’এর নির্মাতা হচ্ছেন আরিয়ান ভাজির-দাফতারি। এ চলচ্চিত্রে ২৪ বছরের তরুণী সারা একটি ৬ বছরের শিশুপুত্র মাতিনকে দেখভাল করেন যখন তার মা কাজে যায়। কিন্তু ওই বাড়ি থেকে বেশ কিছু জিনিস চুরি যায়। চলচ্চিত্রটিতে নেগার আবেদি,শাহদি কারামরোদি, ইয়াজদান কোকাবি-সাবার মত অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন। এটি এর আগে ৭১তম কান ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয়।
‘লা ভ্যালি হেউরিউস’ চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন সুইস নাগরিক ফিসনিক ম্যাক্সহুনি। ইরানের উত্তরাঞ্চলের কাস্পিয়ান সাগরে এ চলচ্চিত্রটির স্যুটিং হয়েছে। চলচ্চিত্রে একটি যুবককে সাগর থেকে নুড়ি পাথর সংগ্রহ করতে দেখা যায়। এবং এর মাধ্যমে অনেকের সঙ্গে তার বন্ধুত্ব হয়। ফিনান্সিয়াল ট্রিবিউন