শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

সানদা বিশ্বকাপে ইরানি অ্যাথলেটদের ৫ স্বর্ণপদক জয়

পোস্ট হয়েছে: অক্টোবর ২৯, ২০১৮ 

news-image

সানদা বিশ্বকাপে অংশ নিয়ে ৫টি স্বর্ণপদক ঘরে তুলেছে ইরানের পুরুষ ও নারী অ্যাথলেটরা। আন্তর্জাতিক ইভেন্টটির এবারের ৯ম আসর থেকে এসব পদক জয় করেন তারা। চীনের হাংঝুতে অনুষ্ঠিত সানদা বিশ্বকাপের পর্দা নামে আজ রোববার।

ইভেন্টে নারীদের ৫২ কেজি ওজন-শ্রেণিতে স্বর্ণপদক জয় করেন ইরানের এলাহি মানসুরিয়াহ। আজ রোববার ইভেন্টের ফাইনালে আলজেরীয় প্রতিপক্ষকে হারিয়ে দ্বিতীয় জয় ঘরে তোলেন তিনি। এর আগে গতকাল শনিবার ব্রাজিলের প্রতিপক্ষ ইদিনিয়া প্রাডো ক্যামারগোকে পরাজিত করেন মানসুরিয়াহ।

নারীদের ৭৫ কেজি-ওজন শ্রেণিতে রুশ ও মিশরীয় প্রতিপক্ষকে পরাজিত করেন ইরানি নারী ফারিনাজ নাজিরি। দেশের জন্য এনে দেন আরেকটি স্বর্ণপদক।

অন্যদিকে, চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন মোহসেন মোহাম্মাদসেইফি পুরুষদের ৭০ কেজি ওজন-শ্রেণি থেকে স্বর্ণপদক জয় লাভ করেন। ইভেন্টের ফাইনালে মিশরের আয়মান গালাল ফাথিকে পরাস্ত করে এই পদক জেতেন তিনি। এর আগে সেইফি আলজেরিয়ার বুয়াবিদকে পরাজিত করেন, উঠে আসেন ফাইনালে।

শনিবার সকালে নারীদের ৬৫ কেজি ওজন-শ্রেণিতে অংশ নিয়ে ইভেন্ট থেকে ইরানের জন্য প্রথম স্বর্ণপদক জিতেন শাহারবানো মানসুরিয়ান।

সানদা বিশ্বকাপের এবারের নবম পর্ব শনিবার চীনের হাংঝুতে শুরু হয়ে শেষ হয় আজ রোববার। সূত্র: মেহর নিউজ এজেন্সি।