বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

সানড্যান্স উৎসবে ইরানি অভিনেত্রীর অ্যাওয়ার্ড লাভ

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৪, ২০২০ 

news-image

আমেরিকার পার্ক সিটি শহরে অনুষ্ঠিত সানড্যান্স চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছেন ইরানি অভিনেত্রী সাদাফ আসগারি। চলচ্চিত্রকার সোনিয়া হাদ্দাদ পরিচালিত ইরানি স্বল্পদৈর্ঘ্য ‘এক্সাম’ এ অভিনয়ের জন্য তিনি শর্টফিল্ম জুরি অ্যাওয়ার্ড লাভ করেন।

চলচ্চিত্রটি এক কিশোরীর গল্প নিয়ে তৈরি করা হয়েছে। ক্রেতার কাছে কোকেনের একটি প্যাকেট হস্তান্তর প্রক্রিয়ায় সে জড়িয়ে পড়ে এবং নানা ঘটনাপ্রবাহের অদ্ভূত চক্রে নিজেকে আটকে ফেলে।

‘এক্সাম’ গত নভেম্বরে আমেরিকার ফিল্ম ইনস্টিটিউট-এএফআই ফেস্টে গ্র্যান্ড জুরি অ্যাওয়ার্ড – লাইভ অ্যাকশন শর্ট লাভ করে। বর্তমানে ছবিটি তেহরানে চলমান ৩৮তম ফজর চলচ্চিত্র উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করছে।

গত মঙ্গলবার উৎসবের বিজয়ীদের নাম ঘোষণা করে আয়োজকরা। এতে ফ্রান্সের চলচ্চিত্রকার সোফিয়া অ্যালাওয়ির ‘সো হোয়াট ইফ দ্যা গোটস ডাই’ গ্র্যান্ড জুরি অ্যাওয়ার্ড লাভ করেছে। সূত্র: তেহরান টাইমস।