শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

সাত মাসে ইরানে চালু হবে দেড় হাজার স্বাস্থ্য কেন্দ্র

পোস্ট হয়েছে: আগস্ট ১৮, ২০২০ 

news-image

ইরানে চলতি ফারসি বছরের (২০ মার্চ ২০২১) শেষ নাগাদ দেশব্যাপী মোট ১ হাজার ৫৬৪টি স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হবে। দেশটির স্বাস্থ্য উপমন্ত্রী কিয়ানুশ জাহানপুর সোমবার এই তথ্য জানান।

আইআরএনএ তাকে উদ্ধৃত করে বলেছে, এসব মেডিকেল সেন্টার ও ক্লিনিক স্থাপনে অন্তত আড়াইশ মিলিয়ন মার্কিন ডলারের বাজেট বরাদ্দ দেয়া হবে। ইরানে এবছর ওষুধ ও মেডিকেল সরঞ্জামের জন্য এপর্যন্ত ৮৭৮ মিলিয়ন ডলার দেয়া হয়েছে। গত বছর একই সময়ে যেখানে ১ দশমিক ৪৯৪ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছিল।

ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রধান মোহাম্মাদ রেজা শানেহসাজ জানুয়ারিতে বলেছিলেন, ইরানের পেট্রোকেমিক্যাল শিল্প ও বিজ্ঞানীরা দুই বছর সময়ে যে কোনো ওষুধ উৎপাদন করতে সক্ষম।

অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি জানান, ইরানের চাহিদার ৯৭ শতাংশ ওষুধ দেশীয়ভাবে উৎপাদিত হয়। আর মাত্র বাকি তিন শতাংশ আমদানি করা হয়। সূত্র: তেহরান টাইমস।