শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

সাত মাসে ইরানের খনিজ রপ্তানি বেড়েছে ১০৫ শতাংশ

পোস্ট হয়েছে: ডিসেম্বর ৭, ২০২১ 

news-image

ইরানের খনি ও খনিজ খাতে সক্রিয় ইরানি কোম্পানিগুলো চলতি ইরানি বছরের প্রথম সাত মাসে ৭০৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার মূল্যের খনিজ পণ্য রপ্তানি করেছে। রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১০৫ শতাংশ।চলতি ফারসি বছরের প্রথম সাত মাসে (২১ মার্চ থেকে ২২ অক্টোবর) অন্যান্য দেশে ইরানের খনিজ রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ১০৫ শতাংশ বেড়েছে।প্রতিবেদন অনুযায়ী, বর্তমান ইরানি বছরের প্রথম সাত মাসে দেশটি থেকে ৭ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ৩ কোটি ১০ লাখ ৮৪ হাজার টন খনিজ রপ্তানি করা হয়েছে। যা মূল্য এবং ওজনের দিক থেকে যথাক্রমে ১০৫ ও ৯ শতাংশ বেশি।এই সময়ে বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধির কারণে ইরানের খনি ও খনিজ রপ্তানি ৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।মূল্যের দিক দিয়ে রপ্তানির সর্বোচ্চ আয় ইস্পাত চেইন ও সংশ্লিষ্ট পণ্যগুলো থেকে এসেছে।  যার পরিমাণ ৪০৪ কোটি ৫৬ লাখ ২০ হাজার  ডলারে দাঁড়িয়েছে যা দেশের মোট রপ্তানির ৫৭.৩ শতাংশ। সূত্র: মেহর নিউজ এজেন্সি।