সাত মাসে ইরানের ইস্পাত রপ্তানি বেড়েছে ৩০ শতাংশ
পোস্ট হয়েছে: নভেম্বর ১৬, ২০২১
চলতি ইরানি বছরের প্রথম সাত মাসে (২১ মার্চ থেকে ২২ অক্টোবর) ইরানের দেশীয় ইস্পাত উৎপাদনকারী কোম্পানিগুলো ৫৯ লাখ ১২ হাজার টন ইস্পাত পণ্য রপ্তানি করেছে। আগের বছরের তুলনায় যা ৩০ শতাংশ বেশি।
ইরানি ইস্পাত উৎপাদক সমিতির (আইএসপিএ) সর্বশেষ প্রতিবেদন মতে, উল্লিখিত সাত মাসে দেশটি থেকে ৪০ লাখ ৫৭ হাজার টন গলিত ইস্পাতের মধ্যবর্তী কঠিন রূপ রপ্তানি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ২৭ শতাংশ বেশি। এছাড়া চলতি বছরের প্রথম সাত মাসে (২১ মার্চ থেকে ২২ অক্টোবর) ইরান থেকে ১৩ লাখ ৩৫হাজার টন স্ল্যাব রপ্তানি হয়েছে। সূত্র: মেহর নিউজ এজন্সি।