শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

সাত ব্যক্তি নিজের কাজকর্ম বিনাশ করে

পোস্ট হয়েছে: জুন ১৯, ২০১৩ 

news-image

ইয়াহইয়া ইবনে ইমরান, ইমাম সাদিক (আ.)-কে বলতে শুনেছেন : সাত ব্যক্তি আপন কর্মবিনাশী হয় :

১.   অগাধ জ্ঞানের অধিকারী ব্যক্তি- যাকে একজন জ্ঞানী ব্যক্তি বলে লোকেরা জানে না । জ্ঞানী বলে তার নাম  প্রসিদ্ধ হয় না।

২.   দার্শনিক- যিনি তাঁর সঞ্চিত দর্শনকে এমন মিথ্যুক ব্যক্তির নিকট রেখে যান, যে তার নিকট রেখে যাওয়া দর্শনে বিশ্বাসী নয়।

৩.   যে শঠ ও প্রবঞ্চনাকারী ব্যক্তিকে বিশ্বাস করে।

৪.   কঠোর হৃদয়ের অধিকারী জাতীয় নেতা।

৫.   যে মা নিজের সন্তানের গোমর ফাঁস করে দেয়। গোপন করে রাখে না।

৬.   যে ব্যক্তি ঘটনার খবর না নিয়েই নিজের মতাদর্শী ব্যক্তিদের সমালোচনায় তাড়াহুড়া করে। তাদেরকে তিরস্কার করে।

৭.   যে স্বধর্মীয় ভাইদের সাথে বৈরিতা পোষণ করে।

কিছু মূল্যবান কথা

১.   যে বুঝে শুনে কথা বলে না, সে তদুত্তরে মর্মাহত হয়।

২.   জীবনকে সুখী করার জন্য সম্পদের প্রয়োজন। সম্পদ সঞ্চয়ের জন্য জীবন নয়।

৩.   কেন বললাম- এ অনুতাপ করার পূর্বে কী বলা উচিত, তা ভেবে দেখা উত্তম।

৪.   যে ব্যক্তি অসাধু হয়, সে হিসাব দিতে ভয় পায়।

৫.   বিদ্বানগণ বলেছেন : কিছু বিষয়ের স্থায়িত্ব নেই : ভাসমান মেঘের ছায়া, অসৎ লোকের বন্ধুত্ব, মিথ্যা প্রশংসা, অধিক সম্পদ, মূর্খদের খোশামোদ, যুবকের সৌদর্য, লোকদেখানো ইবাদত।

(নিউজলেটার, এপ্রিল ১৯৮৯)