সাত বছরে ইরানে ৭ হাজার কিলোমিটার রেলপথ নির্মাণ
পোস্ট হয়েছে: জুন ২৩, ২০২১
বিগত সাত বছর ধরে ইরান জুড়ে ৭ হাজার কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়েছে। ইরানের কনস্ট্রাকশন অ্যান্ড ডেভলপমেন্ট অব ট্রান্সপোরটেশন ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির উপপ্রধান এই তথ্য জানান।
আব্বাস খাতিবি জানান, গত কয়েক বছরে দেশব্যাপী ১ হাজার ৯০ কিলোমিটার রেলপথ নির্মাণ, ১৮শ কিলোমিটার রেল ট্রাক স্থাপন, ২ হাজার কিলোমিটার ট্রাক বালাস্ট স্থাপন ও ১ লাখ ৬১ হাজার বির্গমিটার স্টেশন নির্মাণ ও উন্নয়ন কাজ করা হয়েছে যা এই খাতের বড় অর্জন। সূত্র: তেহরান টাইমস।