রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

সাউথ পার্স গ্যাসক্ষেত্রে রোজ উৎপাদন বেড়েছে ১৪ এমসিএম

পোস্ট হয়েছে: জানুয়ারি ৯, ২০২০ 

news-image

ইরানের অন্যতম বৃহত্তম গ্যাসক্ষেত্র সাউথ পার্স গ্যাসক্ষেত্রে দৈনিক উৎপাদন বেড়েছে ১৪ মিলিয়ন কিউবিক মিটার (এমসিএম)। মঙ্গলবার গ্যাসক্ষেত্রটির ২২ থেকে ২৪ পর্বের উন্নয়ন প্রকল্পসমূহের উপপরিচালক আলি আসঘার সাদেকির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আইআরএনএ।

তিনি বলেন, সাউথ পার্স গ্যাসক্ষেত্র উন্নয়ন প্রকল্পের ২২, ২৩, ২৪ পর্বের তৃতীয় প্লাটফর্ম স্থাপন ও বাস্তবায়নের পর এই প্লাটফর্ম থেকে টক গ্যাস পাইপলাইনের মাধ্যমে শোধনাগারে স্থানান্তর করা হচ্ছে। গ্যাসক্ষেত্রটি থেকে দৈনিক উৎপাদন সক্ষমতা বেড়েছে ৫শ মিলিয়ন কিউবিক ফিট (১৪ দশমিক ২ মিলিয়ন কিউবিক মিটার)।
 
এই কর্মকর্তার তথ্য মতে, ২৩ পর্বের প্লাটফর্ম থেকে রোববার থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। প্লাটফর্মটির নির্মাণ, লোডিং ও স্থাপন সম্পর্কিত সকল কার্যক্রম পরিচালনা করেছে ইরানি বিশেষজ্ঞরা। খারাপ আবহাওয়া সত্বেও প্লাটফর্মের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

আলি আসঘার আরও জানান, আগের স্থাপিত ২২ থেকে ২৪, এই দুটি পর্ব থেকে ২৮ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস উৎপাদন হয়। উল্লিখিত প্লাটফর্মগুলিতে দৈনিক মোট উৎপাদন বর্তমানে ৪২ এমসিএম ছাড়িয়েছে। সূত্র: তেহরান টাইমস।