সাইয়্যাদ-২ ক্ষেপণাস্ত্রের উতপাদন শুরু করল ইরান
পোস্ট হয়েছে: নভেম্বর ১২, ২০১৩
ইসলামি প্রজাতন্ত্র ইরান সাইয়্যাদ-২ বা শিকারি-২ নামে একটি ক্ষেপণাস্ত্রের উতপাদন শুরু করেছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এ ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষার কাজে ব্যবহার করা হবে।
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান জানিয়েছেন, শত্রুর বিমান হামলা মোকাবেলার লক্ষ্য নিয়ে এ বিমান উতপাদন করা হচ্ছে। মন্ত্রী জানান, মধ্যম পাল্লার এ ক্ষেপণাস্ত্রের জ্বালানি হিসেবে সলিড ফুয়েল ব্যবহার করা হবে এবং এতে হাইব্রিড নেভিগেশন সিস্টেম রয়েছে।
ইরানের মন্ত্রী জানান, সাইয়্যাদ ক্ষেপণাস্ত্র হেলিকপ্টার, ড্রোন ও দ্রুত গতিসম্পন্ন যেকোনো লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারবে। এছাড়া, এ ক্ষেপণাস্ত্র ইলেক্ট্রনিক ওয়ারফেয়ারেও ব্যবহার করা যাবে এবং নিজেই স্বাধীনভাবে তার লক্ষ্যবস্তু শনাক্ত করে আঘাত হানতে সক্ষম।
সাম্প্রতিক বছরগুলোতে ইরান সামরিক ক্ষেত্রে এক ধরনের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে তবে দেশটি সবসময় বলছে তার এ সামরিক শক্তি নিতান্তই প্রতিরক্ষামূলক; প্রতিবেশি কোনো দেশের জন্য হুমকি নয়।
রেডিও তেহরান, ১০ নভেম্বর, ২০১৩