শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

সাইবার নিরাপত্তায় ইরানকে সহায়তায় প্রস্তুত রাশিয়া

পোস্ট হয়েছে: মার্চ ৮, ২০২০ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানকে সাইবার নিরাপত্তা ও তথ্য খাতে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে রাশিয়া। রুশ ফেডারেশনের ডিজিটাল উন্নয়ন, যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক উপমন্ত্রী ও ইরান-রাশিয়া মিডিয়া কো-অপারেশন কমিটির প্রধান অ্যালেক্সেই ভলিন এই ঘোষণা দিয়েছেন।

শনিবার রাশিয়ায় রুশ ফেডারেশনে নিযুক্ত ইরানি রষ্ট্রদূত কাজেম জালালির সাথে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে দুপক্ষ দুদেশের গণমাধ্যমের মধ্যকার বিদ্যমান সহযোগিতার বিষয়গুলো পর্যালোচনা করেন। দুদেশের জন্য মিডিয়া কো-অপারেশন কমিটির তাৎপর্য ও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

ইরান ও রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর চাপিয়ে দেওয়া অবরোধ এবং পশ্চিমাদের আন্তর্জাতিক অঙ্গনে এই দুদেশের প্রকৃত ভাবমর্যাদাকে খাটো করার প্রচেষ্টা প্রসঙ্গে কথা বলেন ভলিন। তিনি ইরান ও রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা গণমাধ্যমের প্রোপাগান্ডা মোকাবেলায় দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার তাৎপর্য তুলে ধরেন।

রাশিয়ায় ইরান-রুশ মিডিয়া কো-অপারেশন কমিটির এবারের দ্বিতীয় বৈঠক সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় প্রশংসা করেন ইরানি রাষ্ট্রদূত। আন্তর্জাতিক অঙ্গনে অবস্থান পরিষ্কারে মিডিয়ার যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা তুলে ধরেন তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।