মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে ইরানে বেসরকারি বিনিয়োগ

পোস্ট হয়েছে: মে ২৩, ২০১৭ 

news-image

গত চার বছরে ইরানে সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার বা ঐতিহাসিক স্থাপনা সংস্কারে বেসরকারি খাতের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে ৪৪৯ ভাগ। আর্থিক দিক থেকে এ বিনিয়োগের পরিমাণ ২১ মিলিয়ন মার্কিন ডলার। বার্তা সংস্থা ইরনা জানায়, প্রেসিডেন্ট হাসান রুহানি ক্ষমতায় আসার পর এ বিনিয়োগ হয়েছে।

এধরনের বিনিয়োগে ঐতিহাসিক স্থাপনাগুলোর সংস্কারের সঙ্গে সঙ্গে পর্যটন সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। হোটেল, রেঁস্তোরা ও আবাসিক সুবিধা একই সঙ্গে বৃদ্ধি পাওয়ায় তা গতি আনছে পর্যটন শিল্পে।

সাতটি সংস্কৃতি ও সভ্যতার সংমিশ্রণে ইরানের বিভিন্ন স্থানের ঐতিহাসিক স্থাপনাগুলো বিশ্ব পর্যটকদের নজর কাড়লেওাবেভ   বেসরকারি খাতের এ বিনিয়োগ এগুলোকে আরো সমৃদ্ধ করবে।

সূত্র: তেহরান টাইমস