সহিংসতা বন্ধ করুন: রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদের সর্বসম্মত বিবৃতি
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/09/4bmtaf04ccd490kepj_800C450.jpg)
মিয়ানমারের রাখাইন প্রদেশে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির সামরিক বাহিনী ও উগ্র বৌদ্ধ জঙ্গিদের চলমান সহিংসতা বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বুধবার এক রুদ্ধদ্বার বৈঠকে পরিষদের ১৫ সদস্যের সবাই রোহিঙ্গা মুসলমানদের ওপর ‘মাত্রাতিরিক্ত বল প্রয়োগের’ ঘট্নায় উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে।
নিরাপত্তা পরিষদের বিবৃতিতে রাখাইন রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বেসামরিক নাগরিকেদের সুরক্ষা নিশ্চিত করা, স্বাভাবিক আর্থ-সামাজিক অবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং শরণার্থী সমস্যার সমাধান করার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া, সম্প্রতি জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন কমিশন রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য যে রিপোর্ট দিয়েছে তা বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
ব্রিটেন ও সুইডেনের আহ্বানে নিরাপত্তা পরিষদ বুধবার এ বৈঠকে বসে। পরে জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ম্যাথু রেইক্রফট বলেন, গত নয় বছরের মধ্যে এই প্রথম নিরাপত্তা পরিষদ থেকে রোহিঙ্গা ইস্যুতে এ ধরনের বিবৃতি প্রকাশ করা হলো। – পার্সটুডে।