সহস্রাব্দের সেরা ৪০ ছবির তালিকায় ফারহাদির ‘দ্যা পাস্ট’
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৩০, ২০১৯
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2019/12/IMG14301663-1.jpg)
সহস্রাব্দেরর সেরা ৪০টি চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছে উত্তর ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বেশি প্রচলিত সংবাদপত্র সান ফ্রান্সিসকো ক্রনিকল। এই তালিকায় স্থান করে নিয়েছে প্রখ্যাত ইরানি নির্মাতা আসগার ফারহাদির ছবি ‘দ্যা পাস্ট’ (২০১৩)।
সান ফ্রান্সিসকো ক্রনিকলের চলচ্চিত্র সমালোচক মিক ল্যাসাল প্রকাশিত সহস্রাব্দের সেরা চল্লিশ ছবির এই তালিকায় ১১তম স্থান লাভ করেছে ফারহাদির চলচ্চিত্রটি।
চলচ্চিত্র সমালোচক ল্যাসাল জানান, গত ২০ বছর ধরে সায়েন্স ফিকশনকে চলচ্চিত্রের প্রভাবশালী ধারা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তবে সহস্রাব্দের এসব সেরা চলচ্চিত্র কোনো সায়েন্স ফিকশন ছবি নয়।
তিনি সহস্রাব্দের সেরা ছবিগুলোর দুটি তালিকা প্রকাশ করেন। এর একটিতে ইংরেজি ভাষার ছবির তালিকা প্রকাশ করা হয়। অপরটিতে বিদেশি ভাষার ছবির। দ্বিতীয় তালিকায় আমেরিকায় মুক্তি পাওয়া বিদেশি ছবিগুলোর নাম প্রকাশ করা হয়।
চলচ্চিত্র সমালোচক ল্যাসাল ফারহাদির ‘দ্যা পাস্ট’-কে ভালোবাসা, বিবাহ ও বিশ্বাসঘাতকতা নিয়ে তৈরি করা একটি নিয়মনিষ্ঠ, প্রকৃতিবাদী চলচ্চিত্র হিসেবে বর্ণনা করেন। ছবিটিতে প্রত্যেকেই আবেগকে দূরে ঠেলে বাস্তবতাকে ভালোভাবে অনুধাবন করতে পারবে।
‘দ্যা পাস্ট’ ২০১৩ কান চলচ্চিত্র উৎসবে সবচেয়ে সম্মানজনক পুরস্কার পাম ডি অর বা স্বর্ণ পাম এর জন্য মনোনীত হয় এবং সর্বজনীন জুরি পুরস্কার লাভ করে।
ছবিটির অভিনেত্রী বেরিনিস বেজো উৎসবের সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড জিতেন। এছাড়া ছবিটি ৭১ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন লাভ করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।