বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

সহযোগিতা চুক্তিতে সম্মত ঐতিহসিক তাবরিজ ও ইস্তান্বুল বাজার

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৮, ২০২০ 

news-image
ইরানের ঐতিহাসিক তাবরিজ বাজার ও ইস্তান্বুল গ্র্যান্ড বাজারের মধ্যে একটি সহযোগিতা চুক্তি সই প্রক্রিয়াধীন রয়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকো স্বীকৃত তাবরিজ বাজারের পরিচালক হোসেইন ইসমায়েইলি সানগারি শনিবার এই তথ্য জানান।
 
তিনি বলেন, গত বছর ইস্তান্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ইস্তান্বুল পৌরসভার প্রতিনিধিদের সাথে দুই ঐতিহাসিক বাজার সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় হয়। বৈঠক শেষে আমরা একটি সহযোগিতা চুক্তি সই করার বিষয়ে সিদ্ধান্ত নিই।  

পূর্ব আজারবাইজান প্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প বিভাগীয় জেনারেল, পূর্ব আজারবাইজান গভর্নর জেনারেল অফিস ও তাবরিজে অবস্থিত তুর্কি কনসুলেট চুক্তিটি সম্পাদনে কাজ করে যাচ্ছে। সূত্র: তেহরান টাইমস।