সহজ জীবন, দক্ষ হাত ও সিল্কের বুনন
পোস্ট হয়েছে: মার্চ ৬, ২০১৭
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2017/03/2396906-1.jpg)
বালাম জার্ক ইরানের মিনুদাস্ত শহরের ৪শ’ বছরের পুরোনো গ্রাম। গোলেস্তান প্রদেশের উত্তরাঞ্চলে ওই গ্রামে বাস করেন মাত্র ২১০টি পরিবার যাদের পরিচিতি এক প্রকার অজানা। এই গ্রামের বাসিন্দারা কৃষি কাজ, পশুপালন, সিল্ক বুনন ও সুতা উৎপাদন করেই জীবিকা নির্বাহ করেন।
বালাম জার্ক গ্রামের নারীরা বেশিরভাগ ব্যস্ত থাকেন সিল্কের বুননে। সৎজীবন যাপনে অভ্যস্ত তাদের অনেকে সুতা তৈরি করেন। কোকুন থেকে সিল্কের লার্ভা সংগ্রহ করেন যা একপ্রকার দুস্প্রাপ্য। আর এসব সিল্ক কাপড় ইরানের বিভিন্ন শহর ছাড়াও রফতানি হয় বিদেশে। বালাম জার্ক গ্রামটিতে পর্যটন কেন্দ্র গড়ে ওঠার বেশ সম্ভাবনা রয়েছে কিন্তু তারপরও এ গ্রামের বাসিন্দারা বেশ সহজ সরল জীবন যাপন অতিবাহিত করছেন যা দেখলে কখনো কখনো মনে হয় তারা একপ্রকার অর্থনৈতিক বঞ্চনার মধ্যেই আটকে রয়েছেন। তাদের নিয়ে এ প্রতিবেদন ও অসংখ্য ছবি তুলেছেন তেহরান টাইমসের সাংবাদিক ফামেমেহ আবেদি। সূত্র: তেহরান টাইমস।