সহকারী প্রজনন প্রযুক্তিতে বিশ্বে শীর্ষ দশে ইরানের রোয়ান ইন্সটিটিউট
পোস্ট হয়েছে: ডিসেম্বর ৯, ২০২০
সহকারী প্রজনন প্রযুক্তিতে (এআরটি) বিশ্বের শীর্ষ দশটি সেন্টারের মধ্যে স্থান পেয়েছে ইরানের রোয়ান রিসার্চ ইন্সটিটিউট। ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে পুরুষ বন্ধ্যাত্ব ও সহকারী প্রজনন প্রযুক্তির (এআরটি) ওপর অনুসন্ধানমূলক প্রকাশনা প্রকাশের সংখ্যার দিক দিয়ে এই অবস্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক অ্যান্দ্রোলোজিয়া জার্নালে প্রকাশিত একটি গবেষণায় এই চিত্র উঠে এসেছে।
২০০০ থেকে ২০১৯ সাল পর্যন্ত পুরুষ বন্ধ্যাত্ব ও এআরটির ওপর আমেরিকা, আফ্রিকা, এশিয়া ও ইউরোপীয় আট দেশের গবেষকদের প্রকাশিত সকল নিবন্ধ মূল্যায়ন করে এই তালিকা প্রকাশ করা হয়।
গবেষণা মতে, বন্ধ্যাত্ব চিকিৎসায় এআরটিকে অন্যতম প্রধান পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয় এবং এই ক্ষেত্রে রোয়ান সিচার্স ইন্সটিটিউট বিশ্বের অন্যতম নেতৃস্থানীয় প্রতিষ্ঠান। সূত্র: তেহরান টাইমস।