বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

সর্বোচ্চ নেতার ইমামতিতে তেহরানে ঈদের নামায অনুষ্ঠিত

পোস্ট হয়েছে: জুলাই ১০, ২০১৬ 

news-image
ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ীর ইমামতিতে তেহরানে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে তেহরানের বৃহ জুমআর নামাযের স্থান মুসাল্লায়ে ইমাম খোমেইনী (রহ.)-তে লাখো মুসল্লি উপস্থিতিতে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
3c367226-a622-42a3-ace4-8f49ba9c7bc5
নামাযের খুতবায় ইরানের সর্বোচ্চ নেতা ইরানি জাতিসহ সমগ্র মুসলিম উম্মাহকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান।  সিয়াম সাধনার মধ্য দিয়ে রহমত, বরকত ও আধ্যাত্মিকতায় ভরপুর পবিত্র রমজান মাস ভালোভাবে অতিবাহিত করে মুমিন মুসলমানরা পবিত্র ঈদের জামায়াতে হাজির হতে পারায় তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পবিত্র ঈদুল ফিতরকে প্রকৃত আধ্যাত্মিক উৎকর্ষের দিকে ধাবিত হওয়ার সূচনা হিসেবে অভিহিত করেন তিনি।
 742e270f-71a5-4e10-9d3d-0f67f591e8f9
ঈদের দিন সকালে তেহরানের বিভিন্ন পয়েন্ট থেকে মুসল্লিদেরকে ঈদের নামাযের জন্য মুসাল্লায় পৌঁছে দিতে  কয়েক হাজার বাস ব্যবহৃত হ। নামাজ শেষে মুসল্লিদের আবার নিজ নিজ এলাকার নির্দিষ্ট পয়েন্টে পৌঁছে দেয়া হয়। সূত্র: মেহের নিউজ, প্রেস টিভি