সম্পূর্ণ দেশীয়ভাবে গড়ে তোলায় পারমাণবিক শিল্পকে হুমকিমুক্ত বলছে ইরান
পোস্ট হয়েছে: মে ২৮, ২০২৩

ইরানের পরমাণু শক্তি সংস্থার (এইওআই) কর্মকর্তারা বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি স্থানীয়ভাবে গড়ে তোলা হয়েছে। তাই দেশটির পারমাণবিক স্থাপনাগুলির বিরুদ্ধে কোনও ধরনের হুমকি বোধগম্য নয়।
মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দেশের বাইরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মিশন প্রধানদের সমাবেশে এইওআই কর্মকর্তা মো. কামালভান্দি একথা বলেন।
তিনি বলেন, ইরানের পারমাণবিক শিল্প এবং পারমাণবিক সক্ষমতা দেশীয়ভাবে বিকশিত হওয়ার বিষয়টি বিবেচনা করে বলা যায়, আমাদের দেশের পারমাণবিক শিল্পের বিরুদ্ধে যে কোনও হুমকি সম্পূর্ণ অর্থহীন।
এইওআই মুখপাত্র আরও বলেন, পারমাণবিক শিল্প অন্যান্য বিভিন্ন শিল্পে চালিকা শক্তি হিসেবে কাজ করে এবং এটি একটি নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধ নয়।
একই বৈঠকে পৃথকভাবে এইওআই চেয়ারম্যান মোহাম্মদ ইসলামি বলেছেন, ইরানের পারমাণবিক শক্তি অস্বীকার করা যায় না। আজ, সমগ্র চক্র পারমাণবিক জ্বালানী প্রক্রিয়াটি দেশের অভ্যন্তরে সম্পূর্ণরূপে আদিবাসী হয়ে উঠেছে। সূত্র: মেহর নিউজ।