সমুদ্রগামী জাহাজ নির্মাণে ইরানের সাফল্য
পোস্ট হয়েছে: অক্টোবর ১৫, ২০১৮
ইরানের প্রতিরক্ষামন্ত্রণালয়ের ম্যারিন ইন্ডাস্ট্রিস অর্গানাইজেশনের প্রধান রিয়ার অ্যাডমিরাল আমির রাস্তেগারি বলেছেন, তার দেশ সমুদ্রগামী জাহাজ নির্মাণে বিশেষ সাফল্য অর্জনের পর এধরনের প্রযুক্তিগত সফলতা রীতিমত উপভোগ করছে তেহরান। তেহরানে তৃতীয় ইন্টারন্যাশনাল ফিশারিজ এক্সিবিশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। এসময় তিনি এ শিল্পে ইরানের বিভিন্ন উদ্যোগের কথা জানান। রিয়ার অ্যাডমিরাল আমির রাস্তেগারি বলেন, প্রতিরোধের অর্থনীতির অংশ হিসেবেই ইরান জাহাজ শিল্পে বিশেষ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। এ পরিকল্পনার অংশ হিসেবে ১৭৬টি জাহাজ তৈরি করা হয়েছে যার মূল্য হচ্ছে ৫ লাখ ইউরো। চারটি শিল্প প্রতিষ্ঠান এসব জাহাজ তৈরি করেছে। একই সঙ্গে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আরো ৮০টি জাহাজ তৈরি করা হয়েছে। নৌ বাহিনীর উদ্যোগে বেসামরিকভাবে ব্যবহারের জন্যে আরো ১৮০টি নৌযান তৈরি করা হয়েছে। মেহর নিউজ