রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

‘সভ্যতা বিনির্মাণে সাহিত্য, সংস্কৃতি ও মানববিদ্যার ভূমিকা’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

পোস্ট হয়েছে: মার্চ ১৪, ২০২১ 

news-image
ইরান ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষকদের অংশগ্রহণে  ১৩ই মার্চ  শনিবার ‘সভ্যতা বিনির্মাণে সাহিত্য, সংস্কৃতি ও মানববিদ্যার ভূমিকা’ শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ওয়েবিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. সাইয়েদ হাসান সেহাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার সাংস্কৃতিক সম্পর্ক বিষয়ক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের প্রধান ড. খালাজ মোনফারেদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন প্রফেসর ড. মো. ফজলুল হক।অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. কামালউদ্দিন।

অনুষ্ঠানে সভ্যতা বিনির্মাণ ও অবক্ষয়ের উপাদান, সভ্যতার ক্রমবিকাশ ও সমৃদ্ধির উপাদান, সভ্যতা বিকাশে ধর্মের ভূমিকা, সভ্যতার বস্তুগত ও আধ্যাত্মিক প্রকাশ, ইসলামি সভ্যতার ধারণা ও চেতনা, আধুনিক ইসলামি সভ্যতার ধারণা ও চেতনা, সভ্যতা বিকাশে সাহিত্যের ভূমিকা, সভ্যতা বিকাশে সংস্কৃতির ভূমিকা, সভ্যতা বিকাশে মানববিদ্যা, প্রযুক্তি এবং প্রকৌশল বিজ্ঞানের ভূমিকা, ইসলামি সভ্যতা বিকাশে ভূমিকা পালনে ইরান ও বাংলাদেশের সামর্থ্য, সভ্যতা বিনির্মাণে ইরান ও বাংলাদেশের বৈজ্ঞানিক ও একাডেমিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা প্রভৃতি বিষয়ে প্রবন্ধ ও বক্তব্য উপস্থাপন করা হয়।