মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

সভ্যতা বিনির্মাণে সাহিত্য, সংস্কৃতি ও মানববিদ্যার ভূমিকা শীর্ষক ওয়েবিনার

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২০, ২০২০ 

news-image
ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আগামী ১৩ই মার্চ ২০২১ তারিখে সভ্যতা বিনির্মাণে সাহিত্যসংস্কৃতি ও মানববিদ্যার ভূমিকা শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। ইরানি ও বাংলাদেশী বিশ্ববিদ্যালয়গুলোর গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠেয় ওয়েবিনারের জন্য নিম্নের বিষয়গুলোর উপর বাংলাইংরেজি ও ফারসি ভাষায় প্রবন্ধ ও বক্তৃতার সারসংক্ষেপ আহ্বান করা হয়েছে। 

 

প্রবন্ধ ও বক্তৃতারমূলবিষয়: 

             সভ্যতা বিনির্মাণ ও অবক্ষয়ের উপাদান

             সভ্যতার ক্রমবিকাশ ও সমৃদ্ধির উপাদান

             সভ্যতা বিকাশে ধর্মেরভূমিকা

             সভ্যতার বস্তুগত ও আধ্যাত্মিক প্রকাশ

             ইসলামি সভ্যতার ধারণা ও চেতনা

             আধুনিক ইসলামি সভ্যতার ধারণা ও চেতনা

             সভ্যতা বিকাশে সাহিত্যের ভূমিকা

             সভ্যতা বিকাশে সংস্কৃতির ভূমিকা

             সভ্যতা বিকাশে মানববিদ্যাপ্রযুক্তি এবং প্রকৌশল বিজ্ঞানের ভূমিকা

             ইসলামি সভ্যতা বিকাশে ভূমিকা পালনে ইরান ও বাংলাদেশের সামর্থ্য

             সভ্যতা বিনির্মাণে ইরান ও বাংলাদেশের বৈজ্ঞানিক ও একাডেমিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা

প্রবন্ধ ও বক্তৃতার সারসংক্ষেপ জমা দেওয়ার সময়সীমা: ৩১ জানুয়ারি ২০২১ (১২ বাহমান ১৩৯৯ হিজরি শামসি)

সময় : সকাল ১০:০০টা থেকে সন্ধ্যা ৬:০০টা

অফিসিয়াল ইমেইল : [email protected]

টেলিফোন : ০০৮৮০২৯৬১১৯৮৭ /০০৮৮০২৯৬১১৯০৩