‘সভ্যতা বিনির্মাণে সাহিত্য, সংস্কৃতি ও মানববিদ্যার ভূমিকা’শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনার ১৩ই মার্চ
পোস্ট হয়েছে: মার্চ ৩, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/03/b1.jpeg)
ইরান ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষকদের অংশগ্রহণে আগামী ১৩ই মার্চ ‘সভ্যতা বিনির্মাণে সাহিত্য, সংস্কৃতি ও মানববিদ্যার ভূমিকা’শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। বাংলাদেশে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ওয়েবিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। বাংলাদেশে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর ড. সাইয়েদ হাসান সেহাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে অবস্থিত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইরানের ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার সাংস্কৃতিক সম্পর্ক বিষয়ক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের প্রধান ড. খালাজ মোনফারেদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন প্রফেসর ড. মো. ফজলুল হক।অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. কামালউদ্দিন। আগ্রহীদেরকে ওয়েবিনারে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। ওয়েবিনারটি ইরানমিররের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে।
ওয়েবিনার লিংক :
Zoom Meeting Link:
https://us02web.zoom.us/j/82703275932?pwd=dTNrYjB6TmpsbjhiamRPWUVYUzFkQT09
Zoom Meeting ID: 827 0327 5932 (Passcode: 2021)
Facebook Live Link:
http://fb.com/iranmirrorbd/live/