সব সামরিক সরঞ্জাম দেশীয়ভাবে উৎপাদন করছে ইরানি সেনাবাহিনী
পোস্ট হয়েছে: জুলাই ২৮, ২০২০
ইরানি সেনাবাহিনীর জন্য প্রয়োজনীয় সব সামরিক যন্ত্রপাতি ও সরঞ্জাম দেশীয়ভাবে উৎপাদন করা হয় বলে জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবোল্লাহ সাইইয়ারি।
তিনি বলেন, ইরানের সেনাবাহিনীর প্রায় সব ধরনের সামরিক সরঞ্জাম দেশীয়ভাবে উৎপাদন করা হয়। শনিবার ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের শহিদ জারহারান কেন্দ্র পরিদর্শনকালে তিনি এই তথ্য জানান।
ডেপুটি কমান্ডার বলেন, শিল্প কারখানাটিতে বিভিন্ন ধরনের জীবাণুনাশক ও ফেস মাস্ক উৎপাদন করা হচ্ছে। সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের চাহিদা মিটিয়ে এই কারখানাটি অন্যান্য সশস্ত্র বাহিনীর চাহিদা মেটাতেও সক্ষম হচ্ছে বলে জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি।