সবুজ চলচ্চিত্র উৎসবে জমা পড়লো ২ হাজার ছবি
পোস্ট হয়েছে: জুলাই ৩১, ২০১৭

ইরানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সবুজ চলচ্চিত্র উৎসব তথা ইন্টারন্যাশনাল গ্রিন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য ২ হাজারের অধিক ছবি জমা পড়েছে। পরিবেশ বিষয়ক এসব ছবি দাখিল করা হয়েছে উৎসবের ভিজুয়াল আর্ট সেকশনে। বুধবার আয়োজকেরা এই তথ্য জানিয়েছেন।
‘গ্রিন ফিল্ম ফেস্টিভ্যাল’ ইরানের পরিবেশ বিষয়ক একক চলচ্চিত্র উৎসব। এবারের ৬ষ্ঠ আসর রাজধানী তেহরান ও কয়েকটি ইরানি শহরে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
এবারের চলচ্চিত্র উৎসবে ইরান, চীন, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ইতালি, জার্মানি, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, ইকুয়েডর এবং অন্যান্য আরও ডজেন খানেক দেশের শিল্পীরা তাদের এসব চলচ্চিত্রকর্ম দাখিল করেছেন।
এর আগে ফেব্রুয়ারিতে উৎসবের সেক্রেটারি ফারহাদ তোহিদি জানান, চলতি বছরের উৎসবে সবুজ অর্থনীতিকে (পরিবেশ-বান্ধব অর্থনীতি) উৎসাহিত করে নির্মাণ করা চলচ্চিত্রগুলোকে গুরুত্ব দেয়া হবে।
সূত্র: তেহরান টাইমস।