সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কাবুলকে সহায়তায় প্রস্তুত তেহরান
পোস্ট হয়েছে: মার্চ ১৩, ২০১৮
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিবেশী আফগানিস্তানকে সহায়তা দিতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। বৃহস্পতিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির হাতামি এ কথা জানান।
তিনি জানান, সন্ত্রাসবাদ দমনে পরামর্শ ও নিরাপত্তা সহায়তা দিতে কাবুল তেহরানের কাছে আনুষ্ঠানিকভাবে যেসব অনুরোধ জানিয়েছে তার দেশে তা প্রদানে প্রস্তুত রয়েছে।
ইরানের রাজধানী তেহরানে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নীতি ও কৌশল বিষয়ক উপমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে ব্রি. জেনারেল আমির হাতামি এই মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিযোগিতার মাঠ হওয়া উচিত নয় আফগানিস্তানের।
হাতামি জানান, আফগানিস্তানের জাতীয় ঐকমত্যের সরকারের নেতৃত্বেই ইরানি প্রতিষ্ঠান দেশটির শান্তি প্রক্রিয়ায় সমর্থন দেবে এবং দেশটির সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠির সঙ্গে কাজ করবে।
‘‘এই অঞ্চলের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা ইসলামি প্রজাতন্ত্র ইরানের কাছে গুরুত্বপূর্ণ’’ বলেন হাতামি।
সূত্র: মেহর নিউজ এজেন্সি।