সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা সব সরকারের কর্তব্য: ইরানি প্রেসিডেন্ট
পোস্ট হয়েছে: এপ্রিল ২১, ২০১৬
ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সন্ত্রাসবাদ এবং তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশসহ সব সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা মধ্যপ্রাচ্যে এবং বিশ্বের সব দায়িত্বশীল সরকারের গুরুত্বপূর্ণ কর্তব্য।
ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির সঙ্গে ফোনালাপে এ কথা বলেন তিনি। ফোনালাপের সময় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে কোনো কোনো সরকারের দ্বিমুখী নীতির বিষয়েও আলোকপাত করেন প্রেসিডেন্ট রুহানি।
তিনি বলেন, কোনো কোনো দেশ সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের ভান করছে কিন্তু দুর্ভাগ্যক্রমে তারা দায়েশকে সামরিক সহায়তা যুগিয়ে এবং দায়েশের কাছ থেকে তেল কিনে সন্ত্রাসবাদকে জোরদার করছে। এছাড়া, ইরাকের নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে ইরান নিজের নিরাপত্তা এবং স্থিতিশীলতা হিসেবে গণ্য করে বলেও ড. রুহানি উল্লেখ করেন।
ফোনালাপে প্রেসিডেন্ট রুহানিকে ইরাকের সর্বশেষ রাজনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন ইরাকি প্রধানমন্ত্রী। দায়েশকে ইরাক ও বিশ্বের জন্য হুমকি হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী এবাদি বলেন, দায়েশ-বিরোধী সহযোগিতা বিস্তারের মধ্যদিয়ে মধ্যপ্রাচ্য এবং বিশ্ব উভয়ই উপকৃত হবে।সূত্র:আইআরআইবি