সন্ত্রাসী হামলায় শহীদদের দাফন সম্পন্ন; পালিত হচ্ছে জাতীয় শোক
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০১৮

ইসলামি প্রজাতন্ত্র ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ শহরে সন্ত্রাসী হামলায় শহীদদের জানাযা ও দাফন আজ (সোমবার) অনুষ্ঠিত হয়েছে। দাফন অনুষ্ঠানে সামরিক-বেসামরিক কর্মকর্তাদের পাশাপাশি সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন।
দাফন অনুষ্ঠানে ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেন, আহওয়াজে সন্ত্রাসী হামলা হচ্ছে ইরানিদের প্রতিরোধের মোকাবেলায় সাম্রাজ্যবাদীদের পরাজয়ের ফল। এসব পদক্ষেপের মাধ্যমে ইরানের নিরাপত্তা ও দৃঢ়তা নষ্ট করা যাবে না বলে তিনি জানান। মোহসেন রেজায়ি বলেন, শত্রুদের ষড়যন্ত্রের কঠোর জবাব দেওয়া হবে।
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম হুজ্জাতুল ইসলাম মারভি ও হুজ্জাতুল ইসলাম রাহিমিয়ান আজ আহওয়াজের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন। সেখানে তারা আহতদের খোঁজখবর নেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
আহওয়াজে সন্ত্রাসী হামলায় হতাহতদের স্মরণে আজ দেশজুড়ে জাতীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে খুজিস্তান প্রদেশের সব সরকারি অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। পার্সটুডে।