রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

সন্ত্রাসী হামলার পর ফ্রান্সের সঙ্গে সংহতি জানাল ইরানের জনগণ

পোস্ট হয়েছে: নভেম্বর ১৬, ২০১৫ 

news-image

ফ্রান্সের রাজধানী প্যারিসে তাকফিরি সন্ত্রাসীদের রক্তক্ষয়ী হামলার পরিপ্রেক্ষিতে ফ্রান্সের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ইরানের জনগণ।

তেহরানের ফরাসি দূতাবাসের সামনে জড়ো হয়ে ইরানিরা প্যারিসে হামলার ঘটনায় হতাহতদের প্রতি তাদের শ্রদ্ধা জানান। একই সঙ্গে এ ঘটনায় নিহতদের পরিবার পরিজনের প্রতি হৃদয় নিংড়ানো শোক ও সহানুভূতি জানান।

দূতাবাস ভবনের সামনে পুষ্পস্তবক ও পুষ্পমালা দেন তারা। এছাড়া, নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে এসব প্ল্যাকার্ডে ফার্সি, ইংরেজি এবং ফরাসি ভাষায় লেখা ছিল- “আমরা তোমাদের সঙ্গেই আছি। আমরা সবাই একতাবদ্ধ হয়েছি।”

এর আগে প্যারিসের ঘটনায় সমবেদনা প্রকাশ করে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদকে বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। একই বার্তায় সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানিয়েছেন তিনি। সূত্র:আইআরআইবি