মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে সিরিয়ার পাশে রয়েছে তেহরান: ইরানি সেনাপ্রধান

পোস্ট হয়েছে: অক্টোবর ১৯, ২০১৭ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, তার দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ার জনগণ ও সরকারের পাশে রয়েছে। বুধবার দামেস্কে সিরিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আলী আইয়ুবের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

বাকেরি বলেন, ইরানের বিরুদ্ধে নানা অবরোধ আরোপ করে রাখা হয়েছে। কিন্তু এরপরও ইরান সন্ত্রাসবাদ মোকাবেলায় সিরিয়ার জনগণ ও সরকারের পাশে রয়েছে। সিরিয়ার জনগণ ও সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতেই তিনি দেশটি সফর করছেন বলে জানান বাকেরি।

এ সময় সিরিয়ার সশস্ত্র বাহিনী চিফ অব স্টাফ জেনারেল আলী আইয়ুব বলেন, সব ক্ষেত্রেই বিশেষকরে সন্ত্রাসবাদ মোকাবেলার ক্ষেত্রে ইরান ও সিরিয়া অভিন্ন দৃষ্টিভঙ্গির অধিকারী। সিরিয়া থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলো পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত দুই দেশই একসঙ্গে যুদ্ধ চালিয়ে যাবে।

মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি সিরিয়া সফরে যান। সফরকালে তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। – পার্সটুডে।