বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঘনিষ্ঠভাবে কাজ করছে ইরান-রাশিয়া : রুহানি

পোস্ট হয়েছে: মার্চ ২৯, ২০১৭ 

news-image

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা প্রতিষ্ঠায় রাশিয়া এবং ইসলামী প্রজাতন্ত্র ঘনিষ্ঠভাবে কাজ করছে। ক্রেমলিনে মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরান ও রাশিয়ার সম্পর্কের লক্ষ্য আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। দুই দেশের প্রধান লক্ষ্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বলেও জানান তিনি।

তেহরান-মস্কো সম্পর্ক কখনোই তৃতীয় কোনো দেশের স্বার্থ বিরোধী নয় বলেও জানান তিনি। রাশিয়ার সঙ্গে সম্পর্ককে জোরদারের ওপর ইরান গুরুত্বারোপ করে উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক উন্নয়নের জন্য দুই দেশই গত সাড়ে তিন বছর ধরে পদক্ষেপ নিয়েছে।

পারস্পারিক সম্পর্ক নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, নতুন এ পর্যায়ে ইরান এবং রাশিয়া টেকসই এবং দীর্ঘ মেয়াদি সম্পর্কের বিষয়ে কথা বলতে পারে।

প্রেসিডেন্ট পুতিন বলেন, ইরান সুপ্রতিবেশী এবং রাশিয়ার আস্থাভাজন অংশীদার। মস্কো এবং তেহরান বেশ কার্যকর ভাবে সব ক্ষেত্রে কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে বৈশ্বিক ইস্যু এবং খুবই মারাত্মক আন্তর্জাতিক সমস্যা নিরসনের বিষয়ও রয়েছে।

সাম্প্রতিক বছর গুলোতে দুই দেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে অর্থনৈতিক খাতে সাফল্য অর্জন করেছে তা তুলে ধরেন তিনি। তিনি বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে ২০১৬ সালে বাণিজ্যের পরিমাণ পূর্বের বছরের চেয়ে ৭০ শতাংশ বেড়েছে।

এদিকে ইরান এবং রাশিয়া সহযোগিতা বিষয়ক ১৪ দলিল সই করেছে।  রাজনৈতিক, অর্থনৈতিক, বৈচারিক, আইনি, বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর এ সব দলিল সই করা হয়।

সূত্র: পার্সটুডে।