রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

সংস্কার শেষে ইরানের বিমানবাহিনীতে ‘সুখোই এসইউ-২৪’

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৫, ২০১৮ 

news-image

দীর্ঘ সংস্কারের পর ইরানের বিমানবাহিনীতে যুক্ত হলো অ্যাটাক যুদ্ধ বিমান ‘সুখোই এসইউ-২৪’। ইরানের শিরাজের একটি বিমানঘাঁটিতে সফলতার সাথে বিমানটির মেরামত কার্যক্রম শেষ করেন দেশটির বিশেষজ্ঞরা। যুদ্ধ বিমানটি বর্তমানে বিমানবাহিনীর অপারেশনাল ফ্লিটে যুক্ত হয়েছে।

সুখোই এসইউ-২৪ যুদ্ধ বিমানটি বেশ কিছু বছর ধরে ঘাঁটিতে রাখা হয়েছিল। তখন থেকেই শিরাজের শহিদ দোরান বিমানঘাঁটিতে বিমানটির সংস্থার কার্যক্রম চালানো হয়।

আজ রোববার (১৪ জানুয়ারি) ইরানের বিশেষজ্ঞ ও বিশেষ প্রযুক্তিবিদরা বিমানটির মেরামত কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছেন। ৩৫ হাজার জনশক্তির নিরলস প্রচেষ্টা ও শ্রমের বিনিময়ে সুখোই এসইউ-২৪ বিমানটির সংস্কার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে।

প্রয়োজনীয় উড্ডয়ন, লড়াই ও অবতরণ পরীক্ষা শেষে বিমানটি বর্তমানে বিমানবাহিনীর অপারেশনাল ফ্লিটে যুক্ত হয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।