শুটিংয়ে স্বর্ণপদক জিতল ইরান
পোস্ট হয়েছে: মার্চ ২২, ২০২১

আইএসএসএফ বিশ্বকাপে ইরানের শুটার জাভাদ ফেরোউগি স্বর্ণপদক জয় করেছেন।ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের সৌরভ চৌধুরীকে হারিয়ে তিনি এ পদক লাভ করেন। এয়ার পিস্তল ইভেন্টে জাভাদ স্কোর করেন ২৪৩.০৬ পয়েন্ট। তবে এ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতে নেন ভারতের অভিষেক বর্মা। ৫৩টি দেশের ৩শ এ্যাথলেট এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। গত ১৮ মার্চ শুরু হবার পর ২৯ মার্চ শেষ হতে যাচ্ছে এ ক্রীড়া আসর। তেহরান টাইমস