শীর্ষ দশ ইস্পাত উৎপাদকের তালিকায় ইরান
পোস্ট হয়েছে: এপ্রিল ২১, ২০২১

বিশ্বে শীর্ষ দশ ইস্পাত উৎপাদনকারী দেশের তালিকায় রয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। বিশ্ব ইস্পাত সমিতির (ডাব্লিউএসএ) পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে।
সমিতির দেয়া তথ্যমতে, এবছরের ফেব্রুয়ারি মাসে ইরান ২ দশমিক ৩ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন করে। আগের বছরের একই সময়ের তুলনায় যা ১১ দশমিক ৫ শতাংশ বেশি।
এছাড়া ইরান ২০২১ সালের প্রথম দুই মাসে ৫ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন করে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৮ শতাংশ বেশি।
ডাব্লিউএসএ জানায়, ৮৩ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন করে তালিকায় চীন প্রথম স্থানে রয়েছে। এরপর ভারত ৯ দশমিক ১ মিলিয়ন টন ও জাপান ৭ দশমিক ৫ মিলিয়ন টন নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।