শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

শীর্ষ ইরানি শিল্পী-সাহিত্যিকদের নেজামি আন্তর্জাতিক পুরস্কার প্রদান

পোস্ট হয়েছে: মার্চ ১৩, ২০২২ 

news-image

ইরানের শীর্ষস্থানীয় শিল্পী ও সাহিত্যিকদের প্রথম নেজামি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানী তেহরানে আনুষ্ঠানিকভাবে শিল্পী ও সাহিত্যিকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। বার্তা সংস্থা ইরনা এই খবর দিয়েছে।ক্যালিগ্রাফার কেইখোসরো খোরুশ, ক্ষুদ্রাকৃতিবিদ মোহাম্মদ-বাকের আকামিরি, মঞ্চ পরিচালক বেহরুজ গরিবপুর এবং প্রয়াত সংগীতশিল্পী হোসেন দেহলভির পরিবারকে এই পুরস্কার দেওয়া হয়।পণ্ডিত ও গবেষক মোহাম্মদ রওশন-দশতি, মেহেদি মহাবতি এবং আবদোলমাজিদ আরফায়ির পাশাপাশি গায়ক সাইদ শাফিয়ুন ও কুরোশ আসাদপুর এবং সঙ্গীতশিল্পী হাতেম আসগরি ফারাহিও পুরস্কার পেয়েছেন।অনুষ্ঠানে বিশিষ্ট ইরানি গায়ক শাহরাম নাজেরিকেও সম্মানসূচক পুরস্কার দেওয়া হয়। সূত্র: তেহরান টাইমস।