শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

শীতকালীন পরিযায়ী পাখির আবাসস্থল ইরানের শাদেগান জলাভূমি

পোস্ট হয়েছে: জানুয়ারি ১০, ২০২১ 

news-image

ইরানের দক্ষিণপশ্চিম খুজেস্তান প্রদেশের শাদেগান জলাভূমিতে ঝাঁকে ঝাঁকে উড়ছে পরিযায়ী পাখি। প্রতিবছর শীতকাল আসলেই এখানে এসে ভিড় করে অভিবাসী এই পাখিরা। জলাশয়গুলো মুখরিত হয়ে ওঠে পাখিদের কলতানে। ডানা মেলে চক্রাকারে উড়ে বেড়ানো, কখনো বা খুনসুঁটি আর ডুবসাঁতার।

৫ লাখ ৩০ হাজার হেক্টর জায়গাজুড়ে শাদেগান জলাভূমি অবস্থিত। তবে এর মধ্যে রামসার সাইট (বিশ্বব্যাপী জৈবপরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস) হিসেবে স্বীকৃতি পেয়েছে ৪ লাখ হেক্টর জমি।

জলাভূমিটি মারুন ও কারুন নদীতে গিয়ে মিশেছে। এই দুই নদীই কোহগিলুয়েহ ও বয়ার-আহমাদ প্রদেশের ভেতর দিয়ে গেছে। কিন্তু কারুন নদীর ওপর বাঁধ নির্মাণ করার পর জলাভূমিটি পর্যাপ্ত পরিমাণ পানি পায় না। ১৯ মার্চের পর মৌসুমি বৃষ্টি ও বন্যা শুরু হওয়ার পর এটি কানায় কানায় ভরে ওঠে।

গত শীতে (ডিসেম্বর ২০১৯ থেকে মার্চ ২০২০) জলাভূমিগুলোতে দেড় লাখ পরিযায়ী পাখির দেখা মেলে। সূত্র: তেহরান টাইমস।