শীতকালীন ডিফলিম্পিকে শিরোপা জয় ইরানের
পোস্ট হয়েছে: মার্চ ১৪, ২০২৪

ইরানের জাতীয় বধির ফুটসাল দল তুরস্কে ২০২৪ সালের ২০তম শীতকালীন ডিফলিম্পিকের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে৷মঙ্গলবার ফাইনাল ম্যাচে জাপানকে ৩-১ গোলে হারিয়ে ইরানের জাতীয় বধির ফুটসাল দল ২০২৪ সালের শীতকালীন আসরের শিরোপা জিতেছে।
গত বছরের নভেম্বরে ইরানের পুরুষ বধির ফুটসাল দল বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে।
২০তম শীতকালীন ডিফলিম্পিক ২ থেকে ১২ মার্চ তুরস্কের আঙ্কারা এবং কায়সারিতে অনুষ্ঠিত হয়।
সূত্র: মেহর নিউজ