মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

শিশু চলচ্চিত্র উৎসবে সেরা অ্যানিমেশন ‘দ্যা লাস্ট ফিকশন

পোস্ট হয়েছে: জুন ১, ২০১৯ 

news-image

চিলিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে সেরা অ্যানিমেশন ছবির খেতাব কুড়িয়েছে ইরানি চলচ্চিত্র নির্মাতা আশকান রাহগোজারের প্রশংসিত ছবি ‘দ্যা লাস্ট ফিকশন’। সাউদার্ন কোন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এফআইসিসিএসইউআর শীর্ষক চলিচ্চিত্র উৎসবের এবারের তৃতীয় আসরে অংশ নিয়ে ছবিটি সেরা অ্যানিমেশন ছবির পুরস্কার লাভ করে। চিলির ভালপারাইজোতে ২৩ মে উৎসব শুরু হয়ে পর্দা নামে ২৬ মে।

পার‌স্য কবি ফেরদৌসির মহাকাব্য শাহনামের একটি কাহিনি অবলম্বনে ছবিটি তৈরি করা হয়েছে। পারসিয়ার জমসিদের সিংহাসনে জাহাকের বিশ্বাসঘাতক উত্থান নিয়ে ছবির গল্প আবর্তিত হয়েছে। ছবিটিতে তুলে ধরা হয়েছে, তরুণ সাদাসিধে নায়ক আফারিদুন কিভাবে রাজ্য ও রাজ্যের অধিবাসীদের অন্ধকার থেকে বাঁচানোর চেষ্টা করেন তার চিত্র।

‘লাস্ট ফিকশনে’ গান গেয়েছেন ভোকালিস্ট শাহরাম নাজেরি। ছবিটির সকল চরিত্রে যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন পারভিজ পরাস্তুই, লেইলা হাতামি, হামেদ বেহদাদ, বারান কাওসারি, আশখান খতিবি, আকবার জাঞ্জানপুর ও ফররুখ নেমাতি।

চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে আমেরিকান চলচ্চিত্র নির্মাতা রিচার্ড এইচ. লাইফোর্ডের ‘অ্যাজ দ্যা আর্থ টার্নস’। অন্যদিকে ক্রোয়েশিয়ার ডেমিয়ান নেনাদিকের ‘ডেজ অব ম্যাডনেস’ সেরা প্রামাণ্যচিত্র হিসেবে মনোনীত হয়েছে।

সেরা শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে মার্কিন চলচ্চিত্র নির্মাতা গ্রেগ চোয়ারচাক পরিচালিত ‘স্যাক ডি মারডে’। আর সেরা স্বল্পদৈর্ঘ্য হিসেবে এফআইসিসিএসইউআর গ্যান্ড প্রাইজ জিতেছে ইতালির লুসা ম্যাকনিক পরিচালিত ‘দ্যা ইভ’। সূত্র: তেহরান টাইমস।