মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

শিশুর তাপমাত্রা পরিমাপক পোশাক রফতানি করছে ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ৭, ২০১৯ 

news-image

ইরানের একটি বস্ত্র তৈরি প্রতিষ্ঠান শিশুর জ্বর পরিমাপ করতে পারে এমন পোশাক রফতানি করতে শুরু করেছে। তাপমাত্রায় পোশাকটির রং পরিবর্তন হয়ে যায়। ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে পোশাকটি তৈরিতে। কুয়েতে রফতানি হয়েছে ১ লাখ ইউরো ও ওমানে গিয়েছে ৩০ হাজার ইউরোর মূল্যমানের এমন পোশাক। ইরাকেও সীমিত আকারে এ পোশাক রফতানি হয়েছে। প্রতিষ্ঠানটির সিইও হোজায়তি জানান শিশুদের শার্টটুপি ও মোজা ন্যানো প্রযুক্তি ব্যবহার করে তৈরির পর তা জ্বর পরিমাপক হিসেবে কাজ করবে।

ছেলেদের ক্ষেত্রে এসব পোশাক নীল রং থাকলে তাপমাত্রার বৃদ্ধির কারণে তা সাদা হয়ে যাবে এবং কন্যা শিশুদের ক্ষেত্রে এসব পোশাক গোলাপি থেকে সাদা হবে। অভিভাবকরা পোশাকের রং পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে তার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে চিকিৎসার ব্যবস্থা নিতে পারবেন। এসব পোশাকে চিটোসান-সিলিকার মিশ্রণ থাকার কারণে এবং এন্টিব্যাক্টেরিয়াল উপাদান থাকার কারণে এমন বৈশিষ্ট্য ধারণ করে। এছাড়া প্রতিষ্ঠানটির এন্টিব্যাক্টেরিয়াল মোজাওলিওফোবিক অ্যাপ্রোন ও অত্যধিক পানি শোষণকারী ব্যাক্টেরিয়া নিরোধক তোয়ালে ইত্যাদি পণ্য রয়েছে। মেহর নিউজ।