শিশুদের স্কুলভীতি দূর করতে ইরান সরকারের ব্যতিক্রমী উদ্যোগ
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২২, ২০১৬

ইরানে বুধবার থেকে ফারসি নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়েছে। এ বছর যেসব শিশু আনুষ্ঠানিক শিক্ষাজীবন শুরু করছে তাদেরকে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেয়া হয়েছে।
এ উপলক্ষে গতকাল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষকরে যারা এবারই প্রথম স্কুলে যাচ্ছে তাদেরকে ফুল, মিষ্টি, চকলেটসহ নানা উপহার দেয়া হয় সরকারের পক্ষ থেকে।
ব্যতিক্রমী এ আয়োজন উপলক্ষে স্কুল মিলনায়তনকে আকর্ষণীয়ভাবে সাজানো হয়। অনুষ্ঠানে শ্রেণি-শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের সঙ্গে পরিচিত হন এবং শিশুদের স্কুলভীতি দূর করতে তাদের সঙ্গে ঘনিষ্ঠতা সৃষ্টি করেন। এসময় অনেক শিক্ষক শিশুদেরকে আদর করে কোলে তুলে নেন, চুমু খান।
এ আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে শিশুদের স্কুলভীতি দূর করে প্রাতিষ্ঠানিক লেখাপড়ার প্রতি আগ্রহী করে তোলা। এ বছর প্রথমবারের মতো ১৪ লাখ শিশু আনুষ্ঠানিক শিক্ষাজীবন শুরু করল। সূত্র: পার্সটুডে