‘শিশুদের জন্য যৌক্তিক চিন্তা’ বিষয়ে ইরান-ফ্রান্স অনলাইন কর্মশালা
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৭, ২০২১

‘শিশুদের জন্য যৌক্তিক চিন্তা’ বিষয়ক প্রথম আন্তর্জাতিক কর্মশালা ইরান ও ফ্রান্সের মধ্যে যৌথভাবে অনুষ্ঠিত হবে। ইরানের আরাক বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ২৯ ডিসেম্বর কর্মশালা শুরু হয়ে চলবে ১ জানুয়ারি পর্যন্ত।
কর্মশালাটি ফ্রান্সের ইনস্টিটিউট ফর ফিলোসোফিক্যাল প্র্যাকটিস (আইপিপি), আরাক ইউনিভার্সিটির মবিন ইনোভেশন সেন্টার এবং ইনস্টিটিউট ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ ইন ফান্ডামেন্টাল সায়েন্সেস (আইআরএফএস) এর মধ্যে যৌথ সহযোগিতায় অনুষ্ঠিত হবে। ইরানি আরাক বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশিত হয়। যৌথ কর্মশালা ২৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত আরাক বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।